মরশুমের প্রথম ইলিশে ভর্তি বাজার, দাম কত? বিক্রেতারা জানালেন `বড় কথা`
নিজস্ব প্রতিবেদন : মরশুমের প্রথম ইলিশ বাজারে। মাছ সাজিয়ে বসে বিক্রেতারা। কিন্তু দেখা মিলছে না ক্রেতার।
আপাতত ছোট ইলিশ এসেছে। দাম ৬০০-১০০০ টাকা। কিছুদিনের মধ্যে আরও ইলিশ আসবে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
যদিও ক্রেতার দেখা কতটা মিলবে, তা নিয়ে সন্দিহান বিক্রেতারা। বিক্রেতাদের কথায়, গত বছরের তুলনায় চাহিদা প্রায় নেই বললেই চলে।
কেউ-ই বিশেষ খোঁজ নিচ্ছেন না ইলিশের। ফলে বড় ইলিশ আনলেও আদতে কজন কিনবেন প্রশ্ন ব্যবসায়ীদের।
এদিকে লকডাউনে গঙ্গার জলের মান উন্নত হয়েছে। তাই মিঠে জল খেতে আসা ইলিশের স্বাদ এবার ভালো হবে বলে মনে করছেন অনেকেই।
তার উপর ৩ মাস বন্ধ ছিল মাছ ধরা। ফলে খোকা ইলিশ এবার ধরা পড়েনি। ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত সময় মিলেছে।
তাই এবার বড় ওজনের মাছ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু মরশুমের শুরুতেই বিক্রির হাল দেখে হতাশ বিক্রেতারা।