রেকর্ড, বাজার খুলতেই ৫১ হাজারের ঘরে Sensex
নিজস্ব প্রতিবেদন: বাজার খুলতেই চাঙ্গা শেয়ার মার্কেট। শুক্রবার সকালে sensex এবং Niftyর সূচক ঊর্ধ্বমুখী। ৫০,০০০ টপকে গিয়েছে সেনসেক্স। বাজেটের পর থেকেই টানা চড়ছে শেয়ার বাজার। এদিন শুরুতেই ৪০০ পয়েন্টে এগিয়ে সেনসেক্স রয়েছে ৫১,০০০ অঙ্কে।
অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাজেটে সরকারের দীর্ঘমেয়াদি নীতি এবং প্রতিষেধক প্রয়োগের সাফল্যকেই দেখছে অর্থনীতিবিদরা। বোম্ব স্টক এক্সচেঞ্জে ৩০ শতাংশ শেয়ারের ইনডেক্স সেনসেক্স ৩৯১ পয়েন্ট অর্থাৎ ০.৭৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে খোলে৷
যারা এই সেনসেক্স ওঠায় লাভবান হয়েছে- SBI, IndusInd Bank, Axis Bank, Kotak Bank এবং HDFC। ১৩.০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম।
তবে বাজার খারাপ যাচ্ছে, Bharti Airtel, PowerGrid, M&M, Maruti, TCS and Tech Mahindra। ২.৫৭ শতাংশ ক্ষতিতে চলছে এদের বাজার।