পেট্রোল-ডিজেল নয়, ব্যাটারিতে চলবে মারুতির এই SUV
নিজেদের প্রথম ইলেক্ট্রিক এসইউভি প্রকাশ্যে আনতে চলেছে মারুতি সুজুকি। দিল্লি অটো এক্সপো ২০১৮-য় প্রকাশ্যে আসতে চলেছে এই গাড়ি।
অটো এক্সপোয় এরিনা, নেক্সা ও মোটরস্পোর্টস বিভাগে ১৮টির থেকে বেশি গাড়ি প্রকাশ্যে আনতে চলেছে সংস্থা। এর মধ্যে বেশ কয়েকটি বিদ্যুত্চালিত গাড়িও রয়েছে।
অটো এক্সপোয় মোট ৪,২০০ বর্গ মিটার জায়গায় প্যাভেলিয়ন বানিয়েছে মারুতি সুজুকি।
সংস্থার দাবি ই-সার্ভাইভার কম্প্যাক্ট এসইউভির স্টাডি মডেল।
এই গাড়িতে থাকবে ফোর হুইল ড্রাইভ।