তেরঙা হাতে কেঁদে ফেললেন সোনার মেয়ে, নিলেন এই কঠিন শপথ

Sat, 24 Nov 2018-11:52 pm,

ঐতিহাসিক জয়ে দেশকে ফের গর্বিত করলেন বক্সার মেরি কম। মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মেয়ে। এনিয়ে ৪৮ কেজি বিভাগে ষষ্ঠ সোনা জয় মেরি কমের।   

৪৮ কেজি বিভাগের বক্সিং ফাইনালে ইউক্রেনের হান্না ওহোটাকে ৫-০-তে  হারালেন তিন সন্তানের মা মেরি কম। 

সোনা জেতার পরই ছুঁয়ে ফেললেন কিউবার বক্সার ফেলিক্স স্যাভনকে। ২০০১ সালে রূপো জয় দিয়ে শুরু হয়েছিল মেরির সফর। এরপর ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে সোনা জেতেন তিনি।

ঐতিহাসিক জয়ের পর তেরঙা হাতে ছলছল চোখে দেশকে পদক উত্সর্গ করলেন সোনার মেয়ে। চলতিবছরেই কমনওয়েলথে গেমসে সোনা জিতেছিলেন। 

 

সোনা জেতার পর নিলেন আগামীর শপথ। বললেন, ''খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। টোকিও অলিম্পিকে ৪৮ কেজির বিভাগ নেই। কিন্তু আপনাদের ভালবাসা ও সমর্থন পেলে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারব''। 

৫১ কেজি বিভাগে অধিক উচ্চতার বক্সার সঙ্গে লড়াই করতে হবে। তবে টোকিও অলিম্পিকের আশা ছাড়ছেন না মেরি কম। দেশকে সোনা দিতে চান সোনার মেয়ে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link