ফের মেরি-ম্যাজিক, এবার বিশ্ব বক্সিংয়ের শীর্ষে চড়ে বসলেন মেরি কম
মেরি কম এবার এমনই কিছু কৃতিত্ব অর্জন করবেন, এমনটা কাম্য ছিল। ছ'বার বিশ্ব খেতাব। তার পর তিনি ছাড়া আর এমন সম্মান কে পেতেন!
দেশের বক্সিং মানচিত্র টপকে মেরি কম এখন আন্তর্জাতিক স্তরেও সমান সফল। গত নভেম্বরে ৪৮ কেজি বিভাগে ষষ্ঠ বিশ্ব খেতাব জিতেছেন তিনি।
আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন-এর প্রকাশিত তালিকায় মেরি কম রয়েছেন শীর্ষ স্থানে। ১৭০০ পয়েন্ট নিয়ে।
২০২০ ওলিম্পিকে ৪৮ কেজির বদলে মেরি কম ৫১ কেজিতে নামবেন বলে জানিয়েছেন। কারণ, ২০২০ ওলিম্পিকে ৪৮ কেজি বিভাগ অন্তর্ভুক্ত নয়।
২০১৮ ভালই কেটেছে মেরি কমের। কমনওয়েলথ গেমসে সোনা জয় ছাড়াও স্ত্রানজা মেমোরিয়ালে রূপো জিতেছিলেন।
মেরির এবার লক্ষ্য ওলিম্পিকে সোনা জয়।