সেনাবাহিনীতে যোগ দিয়েই বিয়ে, ৩ মাসের মেয়ে কোলে কফিনবন্দি সুবোধের ফেরার অপেক্ষায় স্ত্রী
নিজস্ব প্রতিবেদন : প্রথমে ঠিক ছিল বেলা ১টা নাগাদ, তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বিকেল ৩টে নাগাদ পানাগড় এয়ারবেসে পৌঁছবে শহিদ সুবোধ ঘোষের মরদেহ। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, শহিদ সুবোধ ঘোষের নশ্বর দেহ নিয়ে চণ্ডীগড় থেকে উড়বে উড়ান। সরাসরি তা পৌঁছাবে পানাগড়ে। কলকাতা বিমানবন্দরে বা অন্য কোথাও থামবে না উড়ান।
১৯৯৭ সালের ১৩ মার্চ নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শহিদ সুবোধ ঘোষ। মাত্র ২৩ বছর ৭ মাস বয়সে শহিদ হয়ে গেলেন দেশসেবায় রত তরতাজা যুবক।
২০১৭-র ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। ভারতীয় সেনাবাহিনীর ৫৯ নম্বর মেড রেজিমেন্টের জওয়ান ছিলেন তিনি।
সেনাবাহিনীতে যোগদানের পরই ২০১৯-এর ১৯ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন জওয়ান সুবোধ ঘোষ। বিয়ে করেন অনিন্দিতা ঘোষকে। এবছরের ১৯ অগাস্ট ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন অনিন্দিতা।
মেয়ের জন্মের পরই অবশ্য সুবোধকে ফিরে যেতে হয় ডিউটিতে। কথা দিয়েছিলেন ডিসেম্বরে ছুটি নিয়ে বাড়ি আসবেন। তখনই মেয়ের অন্নপ্রাশন দেবে। কিন্তু সেই সাধ অপূর্ণ রয়ে গেল। বাবার সাহচর্য পাওয়া হল একরত্তি মেয়ের।