ভূমিকম্পের পর তৈরি হয়েছে শুধু ধ্বংসস্তুপ
রবিবার ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারাল কমপক্ষে ১০০ জনের। আহত হয়েছেন ২৩৬জন।
এ দিন সন্ধে নাগাদ জোরালো কম্পন অনুভূতি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
এপিক সেন্টার উত্তর লোমবকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বেশ কিছু শহর। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।
বিপর্যয় মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তুপে কত দেহ রয়েছে এখনও জানা যায়নি। লোমবকের একটি গ্রামের মসজিদের সামনে ৩০টি দেহ মেলে বলে জানান সেখান স্থানীয়রা। তবে ওই দেহগুলির শনাক্ত করা যায়নি।
সপ্তাহখানেক আগে ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপে প্রবল কম্পনে ১৭ জনের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনো তাজা মানুষের মনে।
মার্কিন ভূতত্ব সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উত্স।
স্থানীয় মাতারাম শহরের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে টলতে টলতে বাড়ি থেকে বেরোন তাঁরা।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার কাছে ভারত মহাসাগরে ভূকম্পের জেরে সৃষ্ট সুনামিতে প্রায় ২.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছিল ১.৬ লক্ষ মানুষের।