তছনছ তাইওয়ান
মঙ্গলবার রাত ১২টা। জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের হুয়ালিয়ান। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৬.৪। ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত ১৪৫।
দক্ষিণ তাইওয়ানের হুয়ানিয়ানের একটি বহুতল ভবন ভেঙে পড়ে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকার্য।
দমকল কর্মীরা ব্যস্ত আগুন নেভাতে। আটকে রয়েছেন বহু মানুষ।
ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হচ্ছে আহতদের।
ভূমিকম্পের জেরে শহরে বহুতল ভবনটি হেলে গিয়েছে। চাপা পড়ে রয়েছে একাধিক গাড়ি।
উদ্ধারকার্য চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
লাখ খানেক জনসংখ্যার হুয়ালিয়ানে প্রায় ৪০ শতাংশ ঘরবাড়ি ভেঙ্গে গিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট টিসাই ইং-ওয়েন খতিয়ে দেখছেন ঘটনাস্থল।
ভূমিকম্পের জেরে শহরের প্রধান সড়কগুলির সঙ্গীন অবস্থা।
একটি রেস্তোরাঁর ধ্বংসস্তূপ থেকে সারমেয়কে উদ্ধার করে ফিরছেন উদ্ধারকারীরা।