Dengue: ডেঙ্গি দমনে বেলচা হাতে জঞ্জাল সাফাইয়ে খোদ মেয়র

Wed, 09 Nov 2022-12:33 pm,

অয়ন ঘোষাল: কলকাতায় উদ্বেগজনক ডেঙ্গি। রাজ্যের তুলনায় কলকাতায় পজিটিভি রেট দ্বিগুণ। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। প্রশ্নের মুখে মেয়র। এই পরিস্থিতিতে ডেঙ্গি অভিযানে বেলচা হাতে আবর্জনা সাফাইয়ে নামলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

 

প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গির পজিটিভিটি রেট ১২.৭ শতাংশ। অর্থাৎ ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা প্রতি ১০০ জনের মধ্যে ১২ জনেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। আর কলকাতায় সেই সংখ্যাটাই দ্বিগুণ। শহরে ডেঙ্গির পজিটিভিটি রেট ২৪.৮ শতাংশ। 

অর্থাৎ, কলকাতায় ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা ১০০ জনের মধ্যে প্রায় ২৫ জনই ডেঙ্গিতে আক্রান্ত। এরমধ্যে দক্ষিণ কলকাতায় সংক্রমণের হার ৮৫ শতাংশ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। 

কলকাতায় ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন খোদ বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। এই পরিস্থিতিতে ডেঙ্গি সচেতনতায় বেলচা হাতে আবর্জনা পরিষ্কারে খোদ মেয়র। 

প্রসঙ্গত, ডেঙ্গি মোকাবিলায় মানুষকে আরও সচেতন হওয়ার ডাক দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও অনুযোগ করেছেন তিনি।

 

ইতিমধ্যেই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টিম গিয়ে সরেজমিনে খতিয়ে দেখবে ডেঙ্গি পরিস্থিতি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link