দু`দিন ধরে অসুস্থ! করোনাভাইরাস পরীক্ষা হল বিশ্বকাপজয়ী নায়কের
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। বিশ্ব ক্রীড়া আঙিনায় বড়সড় থাবা বসিয়েছে করোনাভাইরাস। বিভিন্ন টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে,না হলে বাতিল হচ্ছে নানা প্রতিযোগিতা। নেওয়া হচ্ছে সতর্কমূলক ব্যবস্থা।
এদিকে অসুস্থতার কারণে দলের সঙ্গে দু দিন অনুশীলন করেননি পিএসজি তারকা কিলিয়ান এমবাপে।
সূত্রের খবর করোনা ভাইরাস পরীক্ষা করা হয় এমবাপের।
স্বস্তির খবর! করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। স্বাভাবিকভাবেই স্বস্তি পিএসজিতে।
ইতিমধ্যের করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গিয়েছে ইতালির সব টুর্নামেন্ট। আজ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্যারিসে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে পিএসজি বনাম বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। যদিও এই ম্যাচে বিশ্বকাপের নায়কের খেলার সম্ভবনা বেশ কম।