সরস্বতীর আরাধনায় বাসন্তী শাড়িতে মেয়ে, ভগবান মঙ্গল করুক, গর্বিত বাবা শামি
নিজস্ব প্রতিবেদন: সরস্বতীর পুজোর দিন শেষ ওভারে দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়েছেন মহম্মদ শামি। একা হাতে বদলে দিয়েছেন ম্যাচের রং। ওইদিনই সরস্বতীবন্দনায় সামিল হয়েছে মেয়ে। হলুদের উপরে লাল পাড়ের শাড়ি পরিহিত মেয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন গর্বিত বাবা।
পিছনে বাগদেবীর মূর্তি। সামনে দাঁড়িয়ে মহম্মদ শামির মেয়ে আইরা শামি। হলুদের উপরে লাল পাড় শাড়ি পরেছে ছোট্ট আইরা। সেই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্রিকেটার।
মেয়ের ছবি দিয়ে বাবা লিখেছেন,''দারুণ লাগছে বেটা। ভগবান তোমার মঙ্গল করুক। শীঘ্রই দেখা হবে।''
ইনস্টাগ্রামে বয়ে গিয়েছে প্রশংসা ও আদরের বন্যা। কেউ লিখেছেন, খুব সুন্দর লাগছে তোমায়। কেউ লিখেছেন, পরি লাগছে। কেউ লিখেছেন, সরস্বতীর পুজোর শুভেচ্ছা।
গতকাল শেষ ওভারে ম্যাচের রং বদলে দেন মহম্মদ শামি। চার বলে ২ রানও তুলতে পারেনি নিউজিল্যান্ড। খেলা গড়ায় সুপারওভার। সেখান থেকে শেষ দু'বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন হিটম্যান। পরে সাংবাদিক বৈঠকে শামিকেই কৃতিত্ব দেন ম্যান অব দ্য ম্যাচ রোহিত।