করোনায় ফাঁকা মেডিক্যাল, আদরের মিনু কোলছাড়া হওয়ায় বিষন্ন হাসপাতাল
ক্যানসার নিয়েই জন্মেছিল মেয়ে। তাই বাবা-মা মুখ ফিরিয়েছে। তবে হাসপতালের নার্স-ডাক্তাররা মুখ ফেরাননি। মেডিক্যাল কলেজেই মিনু বড় হচ্ছিল আদরে। কিন্তু এবার করোনা-হাসপাতাল হচ্ছে মেডিক্যাল কলেজ। আর তাই, চেনা ঘর ছেড়ে সরকারি হোমে চলে গেল মিনু। হাসপাতালে কান্নার রোল।
জন্ম ২০১৭ সালে। একে মেয়ে, তার উপর শরীরময় ক্যান্সার! বাবা-মা ফিরেও দেখেনি। তারপর থেকে মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগই ওর বাড়ি। দীর্ঘ চিকিত্সার পর সে এখন সম্পূর্ণ সুস্থ।
কিন্তু ভাগ্যের কী পরিহাস দেখুন! ঘর-না পাওয়া মেয়েটা হাসপাতালে যে পরিবার পেয়েছিল, আজ এই করোনার কামড়ে সেটাও ছাড়তে হল! ডাক্তার-নার্স-অচিকিত্সক কর্মী, সকলের চোখে জল।
ঘরের মেয়ে চলে যাচ্ছে! কে জানে, আর দেখা হবে কি না! মনখারাপ সবার। মেয়েকে এদিন মনের মতো করে সাজিয়ে দিয়েছেন নার্সরা। চুল বেঁধে দিয়েছেন। আঙুলে নেলপালিশ, কপালে টিপ পরিয়েছেন।
সকাল সকাল অ্যাসিস্যান্ট সুপারের হাত ধরে মিনুর যাত্রা শুরু হল। সঙ্গে ব্যাগভর্তি জামাকাপড়। আর ছেড়ে আসা পরিবারের অফুরান শুভেচ্ছা।