জনপ্রিয় ইউটিউবার Sandeep Maheshwari-র বার্ষিক আয় কোটি টাকা, চলুন আলাপ করা যাক...
একটা সময় ছিল যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারের মত ঐতিহ্যবাহী পেশাকেই অর্থ উপার্জনের আদর্শ উৎস হিসেবে গণ্য করা হতো। বর্তমানে ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমের আগমনের পর গত কয়েক বছরে রোজগারের সংজ্ঞার অনেক পরিবর্তন হয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্লগাররা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছেন। ভারতে অনেক ইউটিউবার আছেন যাঁরা ডাক্তার, ইন্জিনিয়ারদের থেকেও বেশি রোজগার করেন। সন্দীপ মহেশ্বরীকে ভারতের অন্যতম শীর্ষ ইউটিউবার বলে মনে করা হয়। যাঁর রোজগার কোটির উপরে এবং চলুন সন্দীপ মহেশ্বরী সম্পর্কে জেনে নেওয়া যাক...
সন্দীপ মহেশ্বরী একজন মোটিভেশনাল বক্তা এবং তাঁর ইউটিউব চ্যানেলে ২১ মিলিয়ন গ্রাহক রয়েছে।
২০০০ সালে প্রাথমিকভাবে একজন পেশাদার ফটোগ্রাফার হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ মহেশ্বরী ।
জানা যায়, সন্দীপ মহেশ্বরী বার্ষিক আয় প্রায় ৩ কোটি টাকা।
সন্দীপ হলেন ইমেজবাজার ডট কমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। যেটি কিনা স্টিল ছবি সংগ্রহের ক্ষেত্রে সবথেকে বড় ভারতীয় ওয়েবসাইট। যেখানে প্রায় ১ লক্ষেরও বেশি ভারতীয় মডেলের ছবি রয়েছে।
ইতিমধ্যেই একাধিক পুরষ্কার জিতে নিয়েছেন সন্দীপ। যার মধ্যে রয়েছে 'ভারতের অন্যতম প্রতিশ্রুতিবান উদ্যোক্তা', '২০১৩ সালের সৃজনশীল উদ্যোক্তা', 'তরুণ সৃজনশীল উদ্যোক্তা পুরস্কার', 'স্টার ইয়ুথ অ্যাচিভার অ্যাওয়ার্ড' এবং 'পাইওনিয়ার অব টুমরো' পুরস্কার সহ আরও বেশ কয়েকটি পুরস্কার।