WATCH | IPL 2023: স্বামী আইপিএল টিমের ক্যাপ্টেন, সুন্দরী স্ত্রী `অন্য খেলা`য় টানেন দর্শক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার অরেঞ্জ আর্মির দায়িত্বে প্রোটিয়া ক্যাপ্টেন এডেন মারক্রম। দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি লিগে মারক্রমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজির সাফল্যই মারক্রমকে নতুন আরেক দায়িত্ব দিয়েছে। এই প্রতিবেদন কথা হবে মারক্রম ও তাঁর স্ত্রী নিকোল ড্যানিয়েল ও'কোনরকে নিয়ে।
মারক্রমের স্ত্রী নিকোল ১৯৯৫ সালের ৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। স্বামী খেলেন ক্রিকেট। স্ত্রীর ভালোবাসা গয়না। দক্ষিণ আফ্রিকার জুয়েলারি কোম্পানি নাদোরা জুয়েলারির মালকিন তিনি।
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মারক্রম-নিকোল ন'বছর একসঙ্গে ডেট করেছেন। নিকোল-মারক্রমকে সোশ্যালে অনেকেই সেদেশের সেরা কাপল বলেন।
নিকোল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করেছেন। সর্বোচ্চ ডিগ্রি স্নাতক।
মারক্রম ও নিকোল থাকেন সেঞ্চুরিয়নে। তাঁদের অসাধারণ বাড়িতে থাকে দুই দত্তক পোষ্যও।
মারক্রম খেলছেন আইপিএল। সেহেতু নিকোল চলে এসেছেন ভারতে।