৫৯৭ ফুটের ‘স্ট্যাচু অব ইউনিটি’ তৈরি করেছেন ৯৩ বছর বয়সী শিল্পী, জানেন তিনি কে?

Wed, 31 Oct 2018-6:54 pm,

স্ট্যাচু অব ইউনিটির ডিজাইনের ভাবনা জানেন কার মস্তিষ্কপ্রসূত?

মোদীর উজ্জ্বল উপস্থিতির ছায়া যদিও তিনি ঢাকা পড়ে গিয়েছেন, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি শিরদাঁড়া এই ব্যক্তিই। পদ্মশ্রী ও পদ্মভূষণপ্রাপ্ত ভাস্কর্য শিল্পী রাম সুতার।

 ১৯২৫ সালে মহারাষ্ট্রের গন্ডুর গ্রামে জন্ম রাম সুতারের।

ভাস্কর্য নিয়ে উচ্চতর শিক্ষা নিতে  মুম্বইয়ের স্যর জেজে স্কুল অব আর্টে ভর্তি হন। ১৯৫৩ সালে সেরা মূর্তি তৈরির জন্য স্বর্ণপদক পান রাম সুতার।

তবে, দেশজুড়ে খ্যাতি আসে যখন মধ্য প্রদেশের গান্ধী সাগর জলাধারে ৪৫ ফুটের চম্বল সৌধ বানান সুতার।

 তাঁর এই শিল্পকার্যে মুগ্ধ হন তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

ভারতের সরকারি- বেসরকারি সংস্থার সঙ্গে সঙ্গে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, রাশিয়া, ইংল্যান্ডে তাঁর শিল্পের জন্য সমাদৃত হন তিনি।

দেশে ৮ হাজারের বেশি ভাস্কর্য তৈরি হয়েছে তাঁর হাতেই।

আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতাতেও ৯৩বছর বয়সী শিল্পী রাম সুতারের প্রশংসা শোনা গিয়েছে। ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণে সম্মানিত হন তিনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link