Bengal Heatwave: ভয়ংকর গরমের পূর্বাভাস, সামনের সপ্তাহেই কলকাতায় পারদ ছোঁবে ৪০ ডিগ্রি!
সন্দীপ প্রামাণিক: এপ্রিলেই আগুন ঝরাচ্ছে সূর্য। বৃষ্টির কোনও নামগন্ধ নেই। পূর্বাভাসও নেই। এপ্রিল মাসে এরকমভাবে এত তাপমাত্রা সাধারণত থাকে না। আর থাকলেও এত লম্বা সময় ধরে থাকার রেকর্ড বিগত বছরগুলোতে নেই।
কিন্তু এই বছর যেন ব্যতিক্রমী। এই বছর অনেকটাই আলাদা পারদের গতিপ্রকৃতি। আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।
সামনের সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে। আর দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আগামী ৫ দিন আরও বাড়বে।
১১ থেকে ১৫ এপ্রিল, এই সময় তাপমাত্রা আরও বাড়বে এবং এটা বেশ কয়েকদিন ধরে থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে।
কলকাতায় ১১ থেকে ১৫ তারিখের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরবে। আর এটা বেশ কয়েকদিন ধরে বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ব। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।