Lionel Messi: বউ-ছেলেদের নিয়ে ক্রিসমাস উদযাপন মেসির, অদেখা ছবি সোশাল মিডিয়ায়

Mon, 26 Dec 2022-3:04 pm,

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, লিও ও পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। সাতবারের ব্যালন ডি'ওর বিজয়ী ফিফা বিশ্বকাপ ২০২২ ট্রফি জেতার পর থেকেই মেসি ও তার পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পরিবারের সঙ্গে এবারের ক্রিসমাস সেলিব্রেট করছেন আর্জেন্টিনিয়ান অধিনায়ক। মেসি ও সন্তানদের নিয়ে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা। 

সম্প্রতি, অলিম্পিক্সের ওয়েবসাইট অনুসারে আর্জেন্টিনিয় ফুটবল কিংবদন্তির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৫০ মিলিয়ন লাইক অর্জন করেছে।

'কাতার বিশ্বকাপই আমার শেষ, নিশ্চিত ভাবে এটা বলতে পারি। এই সিদ্ধান্ত আমি আগেই নিয়ে ফেলেছিলাম।' একথা আগেই জানিয়ে ছিলেন মেসি। 

বিশ্বকাপের আগে খেলার প্রসঙ্গে মেসি বলছিলেন, 'আমি বিশ্বকাপের দিন গুনছি। সত্যি বলতে কিছুটা দুশ্চিন্তায় আছি। আমরা এখানে আছি। কী হবে, কী ভাবে হবে, এটাই তো আমার শেষ বিশ্বকাপ। ফলে ভাবনা আসছে মাথায়। তবে খুব ভাল একটা বিশ্বকাপের জন্য আমি মরিয়া।' 

অবশেষে হাতে এসেছে কাপ। তারপরই নিজের আনন্দ উপভোগ করছেন বিখ্যাত ফুটবলার। বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার বিখ্যাত মেসি দম্পতি এখন রোম্যান্সে ব্যস্ত। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link