বার্সেলোনা ছেড়ে আজ পর্যন্ত অন্য ক্লাবে কেন যাননি মেসি? ফাঁস হল আসল কারণ

Suman Majumder Sat, 27 Apr 2019-5:35 pm,

বার্সেলোনার মেসি। এমন অভিযোগ শুনতে হয় তাঁকে। তিনি আর কোনও দলের হতে পারেন না। এমনকী, আর্জেন্টিনারও নয়। একমাত্র বারসার হয়ে নামলেই মেসি যেন অন্য মেসি। 

অনেকেই বলেন, বার্সেলোনা ছেড়ে কখনও বেরোতে পারবেন না লিও মেসি। কারণ তিনি নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চান না। বারসার জার্সিতে খেলতে তিনি সব থেকে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। এমনকী, রোনাল্ডো জুভেন্তাসে যোগ দেওয়ার পর মেসিকে অনেকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কবে অন্য কোনও ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নেবেন!

মেসি কখনও বার্সেলোনা ছাড়ার কথা কোথাও বলেননি। কিন্তু কেন? ইতালির ফুটবলে খেলতে গিয়ে রোনাল্ডো সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন মেসিকে। স্প্যানিশ ফুটবলের গণ্ডি ছেড়ে অন্য কোনও দেশে নতুন চ্যালেঞ্জ নিন মেসি! এটাই ছিল রোনাল্ডোর চ্যালেঞ্জ। তা গ্রহণ করেননি বার্সেলোনার তারকা। 

বার্সেলোনার প্রাক্তন কোচ টিটো ভিলানোভার সহকারী হিসেবে কাজ করেছেন জর্দি রৌরা। তিনিই মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার আসল কারণ জানালেন। রৌরা জানিয়েছেন, প্রয়াত কোচ টিটো ভিলানােভার জন্যই মেসি বার্সেলোনা ছেড়ে কখনও অন্য কোনও ক্লাবে যাননি। টিটোকে দেওয়া কথা রাখতে মেসির এমন সিদ্ধান্ত। 

রৌরা বললেন, ''২০১৪ সালে ন্যু ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মেসি। কিন্তু সেবার ওকে আটকায় টিটো। বুঝিয়ে-শুনিয়ে মেসিকে বার্সায় থাকতে রাজি করান টিটো। মেসি কিছুতেই রাজি হচ্ছিল না। তার পর দুজনের মধ্যে কয়েক ঘণ্টা কথা হল। মেসি শেষ পর্যন্ত থেকে যেতে রাজি হয়। টিটো একজন সহজ, সরল মানুষ ছিলেন। মেসি ওকে ভীষণ পছন্দ করত। তাই ওঁর কথা ফেলতে পারেনি। টিটো আমাদের সবার মতো মেসির কাছেও স্পেশাল কোচ।'' প্রসঙ্গত, টিটো মারা গিয়েছেন পাঁচ বছর হল। এখনও তাই তাঁকে দেওয়া কথা রাখছেন মেসি! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link