PSG অভিষেক করলেন Lionel Messi, ম্যাঞ্চেস্টারে Cristinao Ronaldo ফিভার
আর কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে চলতি ট্রান্সফার উইন্ডো। ফুটবল বিশ্ব এর মধ্যে দেখেছে দলবদলের জোড়া বিস্ফোরণ। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে লিওনেল মেসি এসেছেন প্যারিস সাঁ জাঁ-তে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হয়েছে 'ঘর ওয়াপসি'! দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন সিআর সেভেন।মেসি-রোনাল্ডোয় দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। মেসির ফ্যানেরা অপেক্ষায় ছিলেন কবে মেসি প্যারিসের হয়ে অভিষেক করবেন। প্রতীক্ষার অবসান। মেসি প্যারিস সাঁ জাঁ-র হয়ে প্রথম ম্যাচ খেলে ফেললেন। অন্যদিকে রোনাল্ডো জ্বরে কাঁপছে ম্যাঞ্চেস্টার। গ্যালারিতে তাঁর কাট-আউট নিয়ে হাজির হয়ে গেলেন সমর্থকরা।
রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিস অভিষেক হলো মেসির। যদিও শুরু থেকে মেসিকে মাঠে নামাননি পিএসজি-র কোচ পোচেত্তিনো। নেইমারের পরিবর্তে ৬৬ মিনিটের মাথায় এলএম থার্টিকে মাঠে নামান পিএসজি কোচ।
মেসি মাঠে নামলেও ম্যাচের লাইমলাইট কেড়ে নেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার জোড়া গোলে (১৬' ও ৬৩' মিনিট) প্যারিস ২-০ হারিয়েছে রেইমসকে।
ম্য়াচের পর বোঝা গেল মেসির মাহাত্ম্য। রেইমস গোলকিপার প্রেড্র্যাগ রাজকোভিচ তাঁর সন্তানকে মেসির কোলে তুলে দেন। তারপর সেই মুহূর্ত তিনি মোবাইল বন্দি করেন।
'ঘরের ছেলে ঘরে!' জুভেন্টাস ছেড়ে শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেকে বেছে নেন রোনাল্ডো। তাঁকে ফের লাল জার্সিতে দেখার অপেক্ষায় আপামোর রোনাল্ডো ও রেড ডেভিলস ফ্যানেরা।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড উলভসের বিরুদ্ধে মলিনেক্স স্টেডিয়ামে খেলতে নেমেছিল। ম্যাসন গ্রিনউডের গোলে ম্যান ইউ ১-০ হারায় উলভসকে। সেই ম্যাচেই গ্যালারিতে চোখে পড়ল রোনাল্ডোর বিরাট কাট-আউট।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা রোনাল্ডোর অপেক্ষায় দিন গুনছেন। গ্যালারির আবেগ সেকথাই বলে দিচ্ছে।