৫০,০০০ MG Hector তৈরি করলেন একদল ভারতীয় মহিলা

Wed, 10 Mar 2021-2:38 pm,

নিজস্ব প্রতিবেদন: ভারতে ৫০,০০০  MG Hector তৈরি করেছেন  একদল ভারতীয় মহিলা। ২০১৯ সালের প্রকল্প ছিল এটি। এ বছর ফেব্রুয়ারিতে তা সাফল্য পায়। সেবছরই ভারতে লঞ্চ করেছিল গাড়িটি। 

ফেব্রুয়ারি মাসেই সংস্থা থেকে জানান হয়েছে তারা প্রায় ৫০,০০০ ইউনিট গাড়ি তৈরি করেছে। যার সম্পূর্ণ কাজটাই কোম্পানির মহিলাদের হাতে হয়েছে।

 

কোম্পানি জানিয়েছে, এই সংখ্যায় হয়ত আগেই পৌঁছানো সম্ভব হত, কিন্তু লকডাউন ও করোনার জন্য সম্ভব হয়নি। 

MG জানিয়েছে, তাদের কোম্পানির ৩৩ শতাংশ মহিলা কর্মচারী। ভারতের অটো ইন্ডাস্ট্রিতে তাদের কোম্পানিতেই সবচেয়ে বেশি সংখ্যার মহিলা কাজ করে। 

MG Hector SUV মধ্যবিত্তের গাড়ি, তা একেবারেই বলা যায়না। কিন্তু ফিচার, লুকে অনেক ধাপ এগিয়ে বলে মনে করেন গাড়ি প্রেমীদের একাংশ। 

১২ থেকে ১৮ লাখের মধ্যে দাম এই গাড়ির। সেরা ফিচারের মধ্যে রয়েছে Power Windows FrontAnti Lock Braking SystemAir ConditionerPower Steering সঙ্গে আরও অনেক কিছু। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link