ভরতে হবে না হাওয়া, হবে না পাংচার! শীগগির বাজারে আসছে এমন টায়ার

Sat, 08 Jun 2019-1:13 pm,

হাওয়া দিতে হবে না এই টায়ারে। হবে না পাংচার। এমনই এক টায়ার এবার আসছে বাজারে। খুব শীগগির। 

মিচেলিন আনতে চলেছে এয়ারলেস টায়ার। প্রযুক্তির পরিভাষায় Uptis Prototype (Unique Punctureproof Tyre System) বলা হয় যাকে। 

Chevrolet Bolt EV গাড়িতে এই ধরণের টায়ার ইনস্টল করে পরীক্ষা চালানো হয়েছে। তাতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে সংস্থাটিকে। তবে সব মিলিয়ি পরীক্ষা সফল বলা চলে। 

গত পাঁচ বছর ধরে এয়ারলেস টায়ার প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে মিচেলিন। ইতিমধ্যে এই প্রোজেক্ট-এর জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ফেলেছে সংস্থাটি। এবার প্যাসেঞ্জার ভেহিকল-এর জন্য এয়ারলেস টায়ার প্রস্তুতে কোমর বেঁধে নেমেছে মিচেলিন। 

২০২৪ সাল থেকে এয়ারলেস টায়ার উত্পাদন শুরু করতে পারে সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বে বছরে প্রায় ২০০ মিলিয়ন টায়ার নষ্ট হয়ে যায় রাস্তার দুরবস্থার জন্য। গাড়ির মালিকদের খরচ বাড়ে। এয়ারলেস টায়ার বাজারে এলে টায়ারের আয়ু বাড়বে। খরচ কমবে গাড়ির মালিকদের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link