Microsoft Outrage | Windows Blue Screen Error: মাইক্রোসফটে বিভ্রাট, কাজ করছে না উইন্ডোজ! বিমান পরিষেবায় বড় প্রভাব...

Fri, 19 Jul 2024-6:27 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ব্যাপক বিভ্রাট। বসে গিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। 

 

উইন্ডোজ চালালেই দেখা যাচ্ছে ব্লু স্ক্রিন এরব়। যাকে ব্ল্যাক স্ক্রিন এরর বা STOP কোড এররও বলা হয়ে থাকে। 

 

ব্লু স্ক্রিন অফ ডেথ (BSOD)-র ফলেই এই এরর ঘটে। যার জেরে উইন্ডোজ কখনও আচমকা শাট ডাউন হয়ে যায় বা হঠাত্‍ হঠাত্‍ রিস্টার্ট নিয়ে নেয়। 

 

এখন উইন্ডোজে এই গোলযোগের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এর জেরে ভারতে বিমান পরিষেবায় ওয়েব চেক-ইনে সমস্যা। ব্যাহত বিমান পরিষেবা।

 

ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেট আকাসা এয়ারলাইন্সের তরফে বিবৃতি জারি করে পরিষেবায় বিভ্রাটের কথা জানানো হয়েছে। দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা। কলকাতা বিমানবন্দরেও বাতিল উড়ান।

 

লন্ডন স্টক এক্সচেঞ্জেও পরিষেবা ব্যাহত। প্রভাব পড়েছে আন্তর্জাতিক ব্যাঙ্কিং পরিষেবাতেও। কাজ করছে না মাইক্রোসফট ৩৬৫, এমএস টিম সহ মাইক্রোসফটের বিভিন্ন অ্য়াপ। 

 

এই পরিস্থিতিতে সমস্যা নিরাময়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। খতিয়ে দেখা হচ্ছে কোনও সাইবার হানা ঘটেছে কিনা। নাকি থার্ড পার্টির কারণে সমস্যা!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link