ট্রেনিংয়ের সময় আরব সাগরে ভেঙে পড়ল Mig-29k, খোঁজ চলছে পাইলটের
নিজস্ব প্রতিবেদন: প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার ? যুদ্ধবিমান Mig-29k। গতকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টা নাগাদ রান ওয়ে পার করে আকাশে ওরার পরই ভেঙে পড়ে মাঝ সমুদ্রে।
Mig-29k তে ছিলেন দু’জন পাইলট। ভেঙে পড়ার মুহূর্তে একজন পাইলট আগেই জলে ঝাপ দিতে পেরেছেন। যার ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কিন্তু অন্যজন মিগের সঙ্গে আরব সাগরের মধ্যে পড়ে। দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে বলে সেনাসূত্রে খবর।
ভারতীয় নৌসেনার মুখপাত্র বলেন, “২৬ নভেম্বর বিকাল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” ভারতীয় নৌ সেনা এক বিবৃতিতে বলেছে, ‘একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে’।
২০২০ সালে এখনও পর্যন্ত তিন বার Mig-29k দুর্ঘটনা ঘটল। তবে পূর্বের ঘটনায় পাইলটদের কোনও ক্ষতি হয়নি।