`পরিযায়ী শ্রমিকদের ফ্রি টিকিট, ট্রেন ভাড়ার ৮৫% মেটাবে কেন্দ্র, বাকিটা মেটাবে রাজ্য`
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার খরচ বহন করবে সরকারই। সোমবার সকালে টুইটে এ কথা ঘোষণা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী। তিনি জানালেন রেলমন্ত্রী পীযুশ গোয়েলের দফতরের সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে জানতে পেরেছেন।
পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের টিকিটের ভাড়ার ৮৫% দেবে কেন্দ্র সরকার। বাকি ১৫% দেবে রাজ্য সরকার। সোমবার এমনটাই জানালেন সুব্রহ্মণম স্বামী। এ বিষয়ে রেল মন্ত্রক নির্দেশিকাও দেবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে সোমবারই সকালে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী ঘোষণা করেন যে সরকার না করলে তাঁর দলই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার টিকিটের খরচ বহন করবে। অর্থাত্ স্পেশাল ট্রেনের টিকিটের ভাড়া মিটিয়ে কংগ্রেস শ্রমিকদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি। সেই ঘোষণারই প্রায় সঙ্গে সঙ্গেই টুইট সুব্রহ্মণম স্বামীর।
উল্লেখ্য, এই টুইটেরই সামান্য সময় আগেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন বিজেপি সাংসদ। তিনি টুইটে লিখেছিলেন, “কতটা নির্বোধ কাজ এটা! ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া চাইছে সরকার।” তিনি প্রশ্ন তোলেন, বিদেশে আটকে পড়া ভারতীয়দের যদি ফিরিয়ে আনতে বিনামূল্যে উড়ানের ব্যবস্থা করা যায়, তবে দরিদ্র শ্রমিকদের জন্য কেন ট্রেনের টিকিটের দাম নেওয়া হবে? তিনি এও লেখেন যে, “প্রধানমন্ত্রীর করোনা তহবিল থেকে কেন এই ভাড়া মেটানো হচ্ছে না?”
প্রসঙ্গত, রেল পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ক্ষেত্রে শ্রমিকদের থেকে টিকিটদের দাম নেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে তুঙ্গে ওঠে বিতর্ক।