Milind Soman: `সে অভিজ্ঞতা ভুলিনি`, ৬০ ছুঁই ছুঁই বয়সেও আগুনে যৌবন! ফের কলকাতায় মিলিন্দের...
ছ’ফুটের কাছাকাছি তাঁর উচ্চতা। সল্ট অ্য়ান্ড পেপার দাড়ি, ইস্পাতের মতো পেটাই চেহারা। কে বলবে তাঁর বয়স ৬০ ছুঁই ছুঁই! কথা হচ্ছে মিলিন্দ সোমানকে নিয়ে। অভিনেতা-মডেলের পাশাপাশি মিলিন্দের ফিটনেস বাকিদের কাছে অনুপ্রেরণা। সেই মিলিন্দকেই ফের পাওয়া যাচ্ছে চেনা ভূমিকায়।
দেশের হার্টথ্রব এবং ফিটনেস আইকন মিলিন্দ ফের একবার জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে-র ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হলেন। অষ্টম সংস্করণের পর ফের নবম সংস্করণেও ফের কলকাতায় ১০ কে ক্য়াটাগরির দৌড়ে তিনি প্রচার মুখ।
আগামী ২৪ নভেম্বর এই দৌড় অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। ELITE 10K, OPEN 10K, ENDURA 5K, SENIOR CITIZEN RUN, SPECIAL HEROES RUN ও KID RUN 2K বিভাগে হবে দৌড়
'গতবছর জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে রান ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা—শক্তি, বন্ধুত্ব এবং ফিটনেসের জন্য নিছক আবেগ সত্যিই এই দৌড়কে বিশেষ করে তুলেছিল। আমি সিটি অফ জয়ে আবার ফিরে আসতে পেরে রোমাঞ্চিত। দ্বিতীয়বার জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে-র নবম সংস্করণের মুখ হতে পেরে ভালো লাগছে! দৌড় আমার জীবন বদলে দিয়েছে। আমি প্রাণবন্ত শহর কলকাতার সঙ্গে আবেগ ভাগ করে নিতে পেরে আগ্রহী। স্বাস্থ্যকর উদযাপনের কলকাতার উদ্দমের অংশ হতে পেরে দারুণ লাগছে।'