তাঁরা চিরযুবা, ৫০ পেরিয়েও স্বপ্নের রাজপুত্র, কিন্তু কীভাবে?
নিজস্ব প্রতিবেদন- বলিউডে পুরুষদের বয়স কখনও বাড়ে না, তাই পঞ্চাশোর্ধ্বদেরও সহজেই কলেজ পড়ুয়ার চরিত্রে কাস্টিং করা যায়। তাই নিয়ে সমালোচনাও কম হয় না যদিও, কিন্তু একথা ঠিক যে, বলিউডের নায়করা নিজেদের এমনভাবে ফিট রাখেন যে, তা দেখে অনুপ্রাণিত হন অনুরাগীকূল।
Salman Khan এর ফিটনেস দেখার মতো। এমনকি ৫৫ বছর বয়সেও তিনি ফিটনেসে নজর দেন। এমনিতে জিমে যান বা সাইক্লিং করেন, কিন্তু লকডাউন ইস্তক আলিবাগের বাংলোয় সলমন। মাটি কোপাচ্ছেন, ঘোড়ায় চড়ছেন, ছুটে ঘাম ঝরাচ্ছেন, মন শরীর ফিট রাখতেই।
৫৫ বছরের এই অভিনেতার ফিটনেস নিয়ে চর্চিত সারা দেশ, Milind Soman এর চেহারা মহিলাদের কাছে আকর্ষণীয়। তিনি আবার অন্যের ফিটনেসেও মন দেন। কোনও ফ্যান তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তাঁকে দিয়েও পুশ-আপ করান মডেল-অভিনেতা।
বলিউডের বাদশা তিনি, ৫৫ বছরের অভিনেতা Shah Rukh Khan এর কাছে বয়সটা শুধুই নম্বর। অভিনেতার বাড়িতেই জিম, সুইমিং পুল। শরীর ফিট রাখার সঙ্গী এখন ছেলেমেয়েরা।
৪৫ বছরের Dino Morea র অগোছালো দাড়ি এবং ক্রমবর্ধমান চুল তাঁর বহু ফ্যানগার্লের হৃদয়কে চুরি করেছে এবং নতুন প্রজন্মদের মধ্যে এই স্টাইল প্রবণতা এনেছে। বলিউডে ফিটনেস শব্দটার সঙ্গে প্রথম যে এক-দুজন পরিচিত করিয়েছিলেন, ডিনো তাঁদের মধ্যে অন্যতম।
৫৬ বছরের Amir khan ৯এর দশকের চকোলেট বয়, তাঁর প্রত্যেকটা প্রজেক্টের আগেই, চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে নিজের লুক নিয়ে নতুন কিছু না কিছু ট্রাই করেন তিনি। তার জন্য পার্সোনাল ট্রেনার, ডায়েটিশিয়ান রাখেন তিনি। কারণ, চরিত্র অনুযায়ী শুধু রোগা-মোটা নয়, বডি টোনিংও খুব জরুরি।
বলিউডের গ্রীক দেবতা তিনি, ৪৭ বছরেও মহিলাদের হার্টথ্রব Hrithik Roshan। হৃতিকের প্যাশনই হল, শরীরকে মন্দির বানাতে হবে। কিন্তু শুধু মাসল বাড়ানোয় বিশ্বাস করেন না তিনি, প্রয়োজনে মাসল লুকিয়ে সারল্য বের করে আনতেও সমান পরিশ্রম করেন ডুগ্গু।
৬৪ বছর বয়সেও Anil Kapoor তাঁর সমস্ত সমসাময়িক শিল্পীদের তুলনায় এখনও অনেক হ্যান্ডসাম। বয়সের তুলনায় চেহারায় তিনি জুনিয়রদের অস্বস্তিতে ফেলতে পারেন। তাঁর চিরযৌবনের টোটকা অবশ্য তাঁর স্ত্রীর হাতে বলেই শোনা যায়। সোনম কাপুর তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অনিল কাপুর তাঁর স্ত্রীর হাতে রান্না করা বাড়ির খাবারই খান, জাঙ্ক ফুডের ধারপাশ দিয়েও হাঁটেন না।