SOS কলকাতার শ্যুটিং শুরু করেছেন মিমি-নুসরত, উঠে এল তারই কিছু ঝলক

Fri, 10 Jul 2020-5:50 pm,

লকডাউনের কারণে, বহুদিন হল থমকে ছিল বাংলা ছবির শ্যুটিং। অবশেষে মিমি-নুসরতের ছবির হাত ধরেই শুরু হল বাংলা ছবির শ্যুটিং। ছবির নাম SOS KOLKATA। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির শ্যুটিংয়ের বেশকিছু মুহূর্ত।  পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে।

ছবি- টিম মিমি ইনস্টাগ্রাম পেজ

পার্পেল মুভি টাউনে SOS Kolkata-র শ্যুটিংয়ে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর,কপালে টিপ, আর হালকা লিপস্টিকে বেশ মোহময়ী দেখাচ্ছিল মিমি চক্রবর্তীকে।

ছবি- টিম মিমি ইনস্টাগ্রাম পেজ

শ্যুটিং শুরুর আগে প্রস্তুতি পর্বের বেশকিছু মুহূর্তে উঠে এসেছে সোশ্যায় মিডিয়াতে। বহুদিন পর কাজে ফিরতে পেরে বেশে হাসিখুশি দেখালো সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

 

ছবি- টিম মিমি ইনস্টাগ্রাম পেজ

ছবির শ্যুটিংয়ের আগে মেকআপের ভিডিয়ো পোস্ট করে মিমি লিখেছেন, ''প্রথম ভালোবাসার কাছে ফিরলাম…  প্রার্থনা করুন, আমাদের গোটা টিম যভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিং শুরু করেছে, সেভাবেই যেন সুস্থভাবে আমরা কাজটা করতে পারি।''

 

ছবি- টিম মিমি ইনস্টাগ্রাম পেজ

জানা যাচ্ছে, সন্ত্রাসের কবল থেরে কীভাবে বাঁচবে এই শহর কলকাতা? সেই গল্পই বলবে মিমি-নুসরতের নতুন ছবি SOS Kolkata

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

SOS কলকাতা ছবিটির প্রযোজনায় রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের প্রযোজনা সংস্থা প্রত্যুষ প্রোডাকশন ও এনা সাহার নতুন প্রযোজনা সংস্থা জারিক এন্টারটেইনমেন্ট।

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

SOS Kolkata শ্যাুটিংয়ে একেবারেই রাফ অ্যান্ড টাফ লুকে ধরা পড়েছেন নুসরত জাহান। জানা যাচ্ছে, ছবিতে অ্যান্টি টেররিজ়ম স্কোয়াডের এক কর্মীর ভূমিকায় দেখা যাবে নুসরতকে।

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

একই ভাবে ছবিতে অ্যান্টি টেররিজ়ম স্কোয়াডের অফিসারের ভূমিকায় যশ দাশগুপ্তকে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

সম্প্রতি প্রকাশ্যে এসেছেন SOS Kolkata-র ফার্স্ট লুক পোস্টার যেখানে ধ্বংসস্তুপের সামনে হাতে বন্দুক হাতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। তাঁকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছেন একটি ছোট্ট শিশুকে। 

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

সমস্তর রকম সুরক্ষা, নিরাপত্তা, ও স্বাস্থ্যবিধি মেনেই ছবির শ্যুটিং হচ্ছে বলে জানানো হয়েছে নির্মাতাদের তরফে।

 

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

নিয়ম মেয়ে খুব কম সংখ্যক কর্মী ও কলাকুশলীদের নিয়েই হচ্ছে SOS  কলকাতার শ্যুটিং।

 

ছবি : প্রত্যুষ প্রোডাকশনের ফেসবুক পেজ

এবছর পুজোর সময় মুক্তি পাওয়ার কথা রয়েছেন মিমি-নুসরত-যশ জুটির SOS KOLKATA।

 

ছবি : মিমি চক্রবর্তীর ফেসবুক পেজ

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link