শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দিরে মিমি চক্রবর্তী
গোয়ার পর সম্প্রতি শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
শ্রীলঙ্কার কলম্বো শহরের একটি বৌদ্ধ মন্দিরে হাজির হয়েছিলেন মিমি।
বুদ্ধ মন্দিরে গিয়ে তিনি কীভাবে প্রার্থনা করতে উদ্ধুদ্ধ হয়েছেন সেকথা সোশ্যাল সাইটে শেয়ার করেছেন মিমি।
মিমির কথায়, তাঁর প্রথর্না করার মতো ধৈর্য নেই। তবে ইউটিউবে বৌদ্ধদের প্রার্থনার একটি স্তোত্র শুনে হঠাৎ তাঁর মন কতটা বদলে গিয়েছে সেকথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিমি।
মিমির কথায় এখন প্রথমে ঘুম থেকে উঠে তিনি (Nam myoho renge kyo) স্তোত্রটি শোনার পরই তিনি দিনের অন্যান্য কাজ শুরু করেন।
মিমি জানিয়েছেন তিনি ওই স্তোত্রটি বলতে বলতে গৌতম বুদ্ধর মূর্তির সামনে প্রার্থনা করেছেন, বোধি বৃক্ষের চারপাশে ঘুরেছেন, এতেই তাঁর মধ্যেথেকে সমস্ত খারাপ চিন্তা দূর হয়ে অদ্ভুত একটা শান্তি এসেছে।
শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য অন্যান্যরাও চাইলে তাঁর এই বৌদ্ধ স্তোত্র পাঠ করতে পারেন বলে পরামর্শ দিয়েছেন মিমি।
বৌদ্ধ মন্দির প্রদর্শনের পাশাপাশি শ্রীলঙ্কার সমুদ্রতীরে মনোকিনিতেও পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।