বারুইপুরের রাস্তা বেহাল, মেরামতির দাবিতে ফিরহাদকে চিঠি খোদ তৃণমূল সাংসদ মিমির
কমলিকা সেনগুপ্ত: বাইপাসের রাস্তা বেহাল। আর সেই বেহাল রাস্তা মেরামতের দাবিতে নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।
চিঠিতে মিমি লিখেছেন,'কামালগাজি ব্রিজ থেকে বারুইপুর পর্যন্ত রাস্তার হাল দীর্ঘদিন ধরে বেহাল। রোজই নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় যেতে ওই রাস্তা ব্যবহার করি। আমি নিজেই রাস্তার অবস্থা দেখেছি। প্রতিদিনই সেখানে দুর্ঘটনা লেগে রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।'
ওই রাস্তাটি দ্রুত মেরামতির জন্য নগরোন্নয়নমন্ত্রীর কাছে আবেদন করেছেন মিমি চক্রবর্তী।
জি ২৪ ঘণ্টা ডিজিটালকে মিমি জানিয়েছেন, গত সপ্তাহে চিঠি লিখেছেন তিনি। আশা করছেন, তাড়াতাড়ি রাস্তা সংস্কার করা হবে।
লোকসভা ভোটে যাদবপুর থেকে প্রার্থী হয়েছেন মিমি চক্রবর্তী। ওই রাস্তাটি তাঁর কেন্দ্রের মধ্যে পড়ে।