Birds Seized: টিয়া থেকে লাভ বার্ড, বাংলাদেশ থেকে আসার পথে আটক কয়েক লাখ টাকার বিদেশি পাখি
গতকাল মিনাখাঁ থানার মালঞ্চ দক্ষিণ ঘেরির কাছে চেকিংয়ের সময় একটি মারুতি সুজুকি গাড়ি আটক করে পুলিস। সেখান থেকেই ওইসব বিদেশি পাখি উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়ির চালক রফিকুল গাজিকে। -তথ্য ও ছবি- বিমল বসু
গতকাল মিনাখাঁ থানার মালঞ্চ দক্ষিণ ঘেরির কাছে চেকিংয়ের সময় একটি মারুতি সুজুকি গাড়ি আটক করে পুলিস। সেখান থেকেই ওইসব বিদেশি পাখি উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়ির চালক রফিকুল গাজিকে। -তথ্য ও ছবি- বিমল বসু
জেরায় রফিকুল জানিয়েছে, বাংলাদেশের কোনও এক চোরাকারবারির কাছ থেকে ওই পাখিগুলো সে নিয়েছিল। পৌঁছে দিচ্ছিল কলকাতার একটি ঠিকানায়। -তথ্য ও ছবি- বিমল বসু
গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১২টি অ্যামাজনের টিয়া, ১১টি লাভ বার্ড ও ২টি টারকিউজিন। উদ্ধার হওয়া পাখিগুলির বর্তমান বাজারমূল্য বেশ কয়েক লক্ষ টাকা। -তথ্য ও ছবি- বিমল বসু
উদ্ধার হওয়া পাখিগুলি মিনাখাঁ বন দফতরের হাতে তুলে দেয় পুলিস। ওই পাচার চক্রের সঙ্গে কারকা রয়েছে তার সন্ধানে তদন্তে শুরু করেছে পুলিস। -তথ্য ও ছবি- বিমল বসু