বুলেটের আগেই দৌড়বে দেশীয় প্রযুক্তির `মিনি বুলেট ট্রেন`

Thu, 08 Nov 2018-6:18 pm,

বুলেট ট্রেন চলার আগেই মিনি বুলেট নিয়ে হাজির হতে চলেছে ভারতীয় রেল। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে চেন্নাইয়ের কারখানায় শুরু হয়ে গিয়েছে মিনি বুলেট ট্রেন তৈরির কাজ। 

মুম্বই-আহমদাবাদ বুলেট ট্রেনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ভারতে দৌড়বে 'মিনি বুলেট ট্রেন'। ইতিমধ্যেই আগামী প্রজন্মের ট্রেন ১৮-এর পরীক্ষামূলক সফর শুরু করেছে ভারতীয় রেল।

ইঞ্জিন ছাড়া ট্রেন ১৮ তৈরি করা হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। পরীক্ষামূলক সফরের পর ১৮ ডিসেম্বর থেকে ট্রেনটি পুরোদস্তুর চালানো হবে বলে খবর। শতাব্দীর জায়গায় চলবে নতুন যুগের ট্রেন ১৮। 

ট্রেন ১৮-এর পর আরও একটা ইঞ্জিনছাড়া ট্রেন তৈরি করছে ভারতীয় রেল। একে 'মিনি বুলেট ট্রেন' বলা হতে পারে বলে খবর। রাজধানীর পরিবর্তে চালানো হতে পারে 'মেক ইন ইন্ডিয়া'র এই ট্রেন।   

ট্রেন ১৮ এর মতোই ট্রেন ২০-র গতিবেগ প্রতিঘণ্টায় ১৬০ কিলোমিটার। তবে পরীক্ষামূলক সফরে ১৭৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় ট্রেনটি চালানো হবে। 

জানা গিয়েছে, দিল্লি থেকে হাওড়া আসতে রাজধানী ট্রেনে বর্তমানে যে সময় লাগে তার চেয়ে ৩ ঘণ্টা ৩৫ মিনিট কম লাগবে ট্রেন ২০-তে। 

ট্রেনে থাকবে ২০টি কোচ। পুরোদস্তুর মেট্রো ট্রেনের মতো হবে টি-২০। স্বয়ংক্রিয় দরজা ও ওয়াইফাইয়ের সুবিধা থাকবে। ট্রেনের দু'প্রান্তেই থাকছে চালকের কেবিন। ফলে প্রান্তবদলের সময় নষ্ট হবে না।   

প্রাথমিকভাবে চেন্নাইয়ের কারখানায় তৈরি হচ্ছে দুটি টি-২০। এরপর ২৪টি ট্রেন তৈরির লক্ষ্য নিয়েছে রেল। 

একটা ট্রেন তৈরির খরচ প্রায় ৬ কোটি টাকা। রেলের আশা, হাইস্পিড ট্রেন থেকে আয় বাড়বে। 

২০২০ সালে ট্রেন ২০ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে খবর। অর্থাত্ বুলেট আসার আগেই দৌড়বে টি-২০।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link