Russia: এবার তৈরি হচ্ছে `মিনিস্ট্রি অব সেক্স`! সরকার কী কাজ করবে এই দফতরের মাধ্যমে?...

Soumitra Sen Wed, 13 Nov 2024-1:34 pm,

রাশিয়ায় আসলে হু হু করে কমছে জন্মহার। তাই পুতিনের সহকারী নিনা অস্টানিনা পুতিনকে এই ধরনের এক মন্ত্রক তৈরির কাজে সহায়তা করবেন। 

রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে এবং জনগণকে সন্তান ধারণে আগ্রহী করতেই এই অভিনব উদ্যোগ নিচ্ছে রাশিয়া সরকার।

সম্প্রতিই রাশিয়ার প্রেসিডেন্ট অফিসও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলেছে, যা নিয়ে সেদেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।

কিন্তু অন্য ভাবে কি বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যেত না? কেন হঠাৎ যৌনতা মন্ত্রকের প্রয়োজন পড়ল? আসলে চরম সংকটের মুখে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে। দেশের জনসংখ্যা অনেকটাই কমেছে। সংকটের মুখে দেশের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা। সেই কারণেই এই মন্ত্রকের ভাবনা রাশিয়ার, যারা কীভাবে দেশের জন্মহার বাড়ানো যায়, সেই লক্ষ্যে কাজ করবে।

এ-সম্পর্কিত যে প্রস্তাব করা হয়েছে, তা বেশ অভিনব। কী কী বলা হয়েছে সেই প্রস্তাবে? বলা হয়েছে, দেশের জন্মহার বাড়াতে রাত ১০টা থেকে ২টো পর্যন্ত ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে, মন এদিক-ওদিক যাবে না। দম্পতিরা ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পাবেন। শুধু তাই নয়, যুব প্রজন্ম যাতে মেলামেশা করার সুযোগ পায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সাহস সঞ্চয় করতে পারে, খরচার কথা ভেবে পিছিয়ে না যায়, সেজন্য প্রথম ডেটে সরকার ৫০০০ রুবেল (রাশিয়ার মুদ্রা) দেবে!

এছাড়া সরকার হানিমুন হোটেল তৈরির পরিকল্পনা করেছে। যেখানে যুগলরা ঘনিষ্ঠ সময় কাটাতে যাবেন। দম্পতি ও যুগলরা যাতে তাড়াতাড়ি পরিবার পরিকল্পনা শুরু করেন, সেজন্য সরকারের তরফে তাঁদের ইনসেনটিভের মতো অর্থসাহায্যও করা হতে পারে। যেসব মহিলারা বাড়িতে থেকে সন্তান পালন ও সংসার চালান, তাঁদের জন্য মাসিক ভাতা চালুর পরিকল্পনাও রয়েছে পুতিনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link