পাকিস্তান ক্রিকেটে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি এখন মিসবা-উল-হক!
পাকিস্তান ক্রিকেটে এখন সব থেকে ক্ষমতাশালী ব্যক্তির নাম মিসবা উল হক। তিনি এখন একাধারে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ। আবার প্রধান নির্বাচক।
প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস হয়েছেন পাকিস্তানের বোলিং কোচ। এই নিয়ে পঞ্চমবার পাকিস্তানের কোচিং স্কোয়াডে নাম লেখালেন ওয়াকার। পিসিবর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছর পাকিস্তানের কোচ হিসাবে কাজ করবেন মিসবা।
কোচ ও নির্বাচক কমিটির চেয়ারম্যান ছাড়াও পাকিস্তানের ছয়টি প্রথম শ্রেণী ক্রিকেটের অ্যাসোসিয়েশনের প্রধান হিসাবেো দায়িত্ব সামলাবেন মিসবা।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সব থেকে সফল টেস্ট অধিনায়ক হিসাবে গণ্য করা হয় মিসবাকে। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ৫৬ টেস্টের মধ্যে ২৬টি জিতেছে। হেরেছে ১৯ টি ম্যাচ। ড্র হয়েছে ১১টি।
৭৫টি টেস্টে ৫২২২ রান রয়েছে মিসবার। ১৬২টি একদিনের ম্যাচে ৫১২২ রান করেছেন তিনি। ৩৯টি টি-২০ ম্যাচ খেলে ৭১৫ রান করেছেন।