স্লোয়াইন ফ্লুয়ের কারণে এইমসে ভর্তি হননি অমিত শাহ, দাবি কংগ্রেস নেতার
সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি অমিত শাহ। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়েছে বিজেপি। দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকে হরিপ্রসাদ মন্তব্য করেছিলেন, কর্ণাটকে সরকার ভাঙার চেষ্টা করছিলেন অমিত শাহ। তার ফল পেয়েছেন তিনি।
কংগ্রেস নেতার এহেন মন্তব্যের পরই পড়ে যায় শোরগোল। বিজেপি জানায়, চিকিত্সা করালে সোয়াইন ফ্লু সেরে যায়। কিন্তু মানসিক রোগের কোনও চিকিত্সা নেই। দলের নেতার এমন মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস। তাদের বক্তব্য, ব্যক্তিগতভাবে এমনটা বলেছেন হরিপ্রসাদ। অমিত শাহের সুস্থতা কামনা করে কংগ্রেস।
সেই বিকে হরিপ্রসাদ এবার দাবি করলেন, সোয়াইন ফ্লুয়ের জন্য এইমসে ভর্তি করা হয়নি অমিত শাহকে। আমার হাসপাতালে অনেকের সঙ্গে চেনাজানা রয়েছে।
তাহলে বিজেপি সভাপতির কী অসুখ হয়েছে? হরিপ্রসাদ বলেন,''আগে তথ্য পাই, তারপর আপনাদের জানাব''।