Mithun Chakraborty on Bangladesh: `বাংলাদেশ এরকম হয়ে যাবে, কোনওদিন ভাবিনি`, হতাশার সুর মিঠুনের গলায়...

Sat, 21 Dec 2024-6:54 pm,

বিধান সরকার: শনিবার সকালে পান্ডুয়ায় বিজেপির (BJP) সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।  

মিঠুন বলেন, 'বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে।পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনদিন ভাবিনি'।

'ইমোশনাল কন্টাক্টটা ভেঙে যাওয়াতে খুব কষ্ট পেয়েছি।তারপর যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পারছে কথাবার্তা বলছে।আমি একটা কথাই বলবো ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না'।

'বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে স্পেশালি বাংলাকে, যদি আমরা সবাই যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অনিশ্চিত', দাবি মিঠুনের।

জঙ্গি ধরা পড়া প্রসঙ্গে মিঠুন বলেন,'এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে আমাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নিচের দিকে নামছে।এগুলোর জন্য প্রশাসন দায়ী। জঙ্গি ধরা পড়েছে এটাই ভালো খবর'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link