WB Assembly Election: দোলের সকালে প্রচার ময়দানে মহাগুরু, কোভিড বিধি উপেক্ষা করেই মানুষের ঢল রাস্তায়

Sun, 28 Mar 2021-2:29 pm,

একে দোল উৎসব তার ওপর ভোটের মরসুম। গতকালঅ শেষ হয়েছে প্রথম দফার ভোট। আজ থেকে ফের ময়দান রাজনৈতিক নেতৃত্বরা। 

 

'বাংলায় পরিবর্তন আসছেই। কাল ভোটের হারই তার প্রমাণ।' ইন্দাসে রোড শোয়ের আগে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। 

দোলের দিন সকালেই ময়দানে মহাগুরু। আজ গেরুয়া শিবিরের  প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে আজ ফের নামলেন মিঠুন চক্রবর্তী। 

 

আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাসে নিরমমল ধাড়ার হয়ে রোড শো করলেন মহাগুরু। স্বভাবতই মিঠুনকে দেখতে আগের দিনের মতো এদিনও ভিড় ভেঙে পড়েছিল ইন্দাসের রাস্তায়। এরপর কেশপুর এবং ডেবরাতেও ভোটপ্রচারে রোড শো আছে মিঠুনের।

 

একসময়ে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত ছিলেন। পরবর্তীতে দলবদল করে যোগ দেন তৃণমূলে। একুশের ভোটের (WB assembly election 2021) কেন গেরুয়াশিবিরে?

 

Zee ২৪ ঘণ্টাকে দেওয়ার একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন, 'পার্টিকে রাজনীতির সঙ্গে যুক্ত করাটা ছেড়ে দিন। মানবিকতার দৃষ্টিতে দেখুন। বিজেপি একমাত্র পার্টি, যারা ভালো কিছু করছে। আমি ভালোর পক্ষে, ইতিবাচক মানসিকতার মানুষ'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link