ডার্ক মোড, দ্রুত ইন্টারফেস, Xiaomi ব্যবহারকারীদের জন্য প্রকাশ্যে এল MIUI 11
প্রকাশ্যে এল Xiaomi-এর নতুন কাস্টম অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস MIUI 11। Amdroid 10-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে নতুন ফার্মওয়্যার।
আরও ঝকঝকে ইউজার ইন্টারফেস, ব্যবহার করার সবিধা ও দ্রুততার দিকে নজর দেওয়া হয়েছে MIUI 11-এ। বিভিন্ন অ্যাপের আইকনগুলি আরও গোলাকার করা হয়েছে। তার সঙ্গে পুরো ইন্টারফেস জুড়ে প্রথমবার ডার্ক মোড যোগ করা হয়েছে নতুন ইউআই-তে। Xiaomi-এর অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এটি একটি বহু প্রতীক্ষিত পরিবর্তন। তা ছাড়া নোটিফিকেশন সাউন্ডের দিকেও দেওয়া হয়েছে নজর।
বহু দিন ধরেই ডার্ক মোড যোগ করার আর্জি জানিয়েছেন Xiaomi-এর ব্যবহারকারীরা। সেই দিকে নজর রেখেই ডার্ক মোড যোগ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এর ফলে ব্যাটারি কম খরচ হবে, ফোন দ্রুততর হবে এবং ফোন দেখেতেও বেশ আধুনিক লাগবে।
অ্যানিমেশনের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। নোটিফিকেশন সিস্টেমের ইন্টারফেসে আনা হয়েছে পরিবর্তন।
আগামী ২৭ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে MIUI 11-এর বেটা ভার্সান। সম্পূর্ণ ভার্সান পেতে অপেক্ষা করতে হবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মডেলে আসতে থাকবে আপডেট।