Vaccines Mix up: টিকা অদলবদলে ক্ষতি নেই, আরও বাড়বে Antibody! কী বলছেন চিকিৎসকেরা?

Tue, 01 Jun 2021-7:09 pm,

নিজস্ব প্রতিবেদন: দু'বার ডোজে টিকার অদলবদল (Vaccines Mix up) ঘটলে চিন্তার কারণ নেই আগেই জানিয়েছিল কেন্দ্র। ভ্যাকসিন সঙ্কটের মাঝে এমন বয়ান আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার তাতে সম্মতি জানিয়ে কী বলছেন চিকিৎসকেরা? আসুন জেনে নেওয়া যাক।

ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক এন কে অরোরা জানান, 'আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে দুটি আলাদা আলাদা ভ্যাকসিনের মিশ্রণ (Vaccines Mixing) প্রয়োগ করে পরীক্ষা চালানো হবে। দেখা হবে এটি করোনার বিরুদ্ধে আরও শক্তিশালী অনাক্রমতা গড়ে তোলা কিনা।'

সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে প্রায় ২০ জনকে প্রথম ডোজে কোভিশিল্ড (Covishield) ও দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন (Covaxin) দেওয়া হয়। উদ্বেগ ছড়াতে শুরু করে।  আর সেই ঘটনা সামনে আসতেই ভ্যাকসিন মিশ্রণ (Vaccine Mix up) আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

ঘটনা সম্পর্কে অ্যাপোলো টেলিহেল্থের ইন্টেনসিভ কেয়ার স্পেশালিস্ট তথা সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক মুবাশির আলি জানান, 'এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে টিকাকরণের (Vaccination) প্রক্রিয়া শেষ করতে গেলে প্রথম ডোজের পর যদি অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে তাহলে দ্বিতীয় ডেজে বিকল্প টিকা দেওয়া যেতে পারে। কিন্তু এমনিতে একই টিকার দুটি ডোজ নেওয়াই ভালো।'

একই কথা বলছেন ফর্টিসের মুখ্য ইন্টেনসিভিস্ট চিকিৎসক চন্দ্রশেখরও। তাঁর মতে, 'ভ্যাকসিনের অদলবদল বা মিশ্রণ ঘটানো গবেষণা অনুযায়ী সম্মত। অন্যান্য দেশেও এ নিয়ে গবেষণা চলছে। যদিও কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের ক্ষেত্রে এখনও এরকম কোনো প্রমাণ মেলেনি।' তিনি আরও জানান,'কানাডা, ফিনল্যান্ড,নরওয়ের মতো দেশেও কোভিশিল্ড ও ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন মেশানো হচ্ছে।' ভ্যাকসিনের মেলবন্ধন শরীরে অ্যান্টিবডির পরিমাণ আরও বাড়ায় বলেই মত এই চিকিৎসকের।

তবে দুরকম টিকা মিশ্রিত হলে দেহে এর পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects) যেমন মাথাযন্ত্রণা, ব্যথা ও জ্বর হতে পারে। উল্লেখ্য, ভারতে ভ্যাকসিন মেশানোর বা দুটি ডোজে দুরকম টিকার ব্যপারে এখনও পর্যন্ত কোনো সবুজ সিগন্যাল দেয়নি কেন্দ্র। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link