প্রজাতন্ত্র দিসবের অনুষ্ঠানে গেরুয়া পাগড়িতে নজর কাড়লেন প্রধানমন্ত্রী মোদী
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার গেরুয়া পাগড়িতে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সাল থেকে তাঁর পাগড়ি প্রতিবার গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হল না।
গত বছর সাধারণতন্ত্র দিসবের অনুষ্ঠানে পাগড়ি পরিহিত অবস্থাতেই প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল। তবে সেবার হলুদ, লাল ও সবুজ মেশানো রংয়ের পাগড়িতে তিনি ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
ওই বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হয়েছিলেন গোলাপী রংয়ের পাগড়ি পরে।
ওই বছর হলুদ রংয়ের পাগড়ি পরে প্রধানমন্ত্রী হাজির হয়েছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী হওয়ার পর সেবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেবার তাঁর মাথায় ছিল লালের উপর জয়পুরী ছাপের পাগড়ি। সেই সময় থেকেই মোদীর পাগড়ি নিয়ে চর্চা শুরু হয়েছিল।