পেঁয়াজের দাম কমাতে বিরাট পদক্ষেপ মোদী সরকারের
নিজস্ব প্রতিবেদন: সেঞ্চুরি হাঁকিয়েছেন পেঁয়াজের দাম। প্রতি কিলো পেঁয়াজের দাম যাচ্ছে, কোথাও ১০০ বা কোথাও ১১০ টাকা। পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের। টান পড়েছে হেঁসেলে। উৎসব মরশুমে কষা মাংস এখন দুরহস্ত। পেঁয়াজের দাম বৃদ্ধির কথা ভাবাচ্ছে সরকারকে। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।
চাহিদা অনুযায়ী পেঁয়াজের জোগান রাখতে বিদেশে পিয়াজ ব্রিজের রপ্তানির উপর এ দাদা জারি করল কেন্দ্রীয় সরকার
ফরেন ট্রেড দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে।
পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত। তাহলে এত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে পেঁয়াজ? পেঁয়াজের চাহিদা ভারতের প্রত্যেকটি রাজ্যের রয়েছে।
কাজেই সেই মোতাবেক যোগান দিতে হয় ভারতেই। সেই সুযোগ নিয়েই দাম বৃদ্ধি করা হয়।
দেশীয় বাজারে পেঁয়াজের দাম এবং আগামী দিনে ডিজে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বৈদেশিক বাণিজ্যিক পরিচালক জানিয়েছেন তাৎক্ষণিক সিদ্ধান্তে রফতানি নিষিদ্ধ করা হয়েছে কারণ এখন বপনের মরশুম।
গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের দিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।