বেসরকারি কর্মীদের `এক দেশ এক মাইনের দিন` ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে চাইছেন মোদী

Sat, 16 Nov 2019-11:22 pm,

নিজস্ব প্রতিবেদন: মাসের মাইনে হাতে পেতে পেতে ১৫ তারিখ কেটে যায়। তাহলে আপনার জন্য আসতে চলেছে অচ্ছে দিন। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য 'এক দেশ, এক মাইনের দিন' আনার ভাবনাচিন্তা করছে মোদী সরকার। একথা খোলসা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। 

শুক্রবার সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিয়উরিটি ইন্ডাস্ট্রির 'সিকিয়উরিটি লিডারশিপ' সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন,''প্রতিটি ক্ষেত্রের শ্রমিকরা যাতে একই দিনে মাস মাইনে পান, তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এব্যাপারে আইন আনতে বদ্ধপরিকর।''   

শুধু তাই নয়, দেশের শ্রমিকদের ন্যূনতম বেতনও নিশ্চিত করতে চাইছে মোদী সরকার। গঙ্গোয়ার বলেন,''ন্যূনতম মজুরি নিশ্চিত করতে আইন আনার  পরিকল্পনাও রয়েছে।''    

মজুরির সঙ্গে কর্মী বা শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ নিয়েও ভাবছে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালে ২৩ জুলাই সংসদে পেশ হয়েছিল পেশাসুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিধি। এতে ১৩টি কেন্দ্রীয় শ্রম আইনকে মিলিয়ে দেওয়া হবে।

গাঙ্গোয়ার বলেন,''৪৪টি জটিল শ্রম আইনের সংস্কার করা হয়েছে। তা যাতে আরও ভালোভাবে ব্যবহার করা হয়েছে, তা দেখা হচ্ছে।''   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link