বাদ দিয়েছিলেন নির্বাচকরা, ফিরে এসে আগুন ঝরালেন মহম্মদ আমির
পারফরম্যান্স আহামরি ছিল না। তাই বিশ্বকাপের দল থেকে তাঁকে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন পাকিস্তানের নির্বাচকরা। শেষ মুহূর্তে নায়কীয়ভাবে বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যান মহম্মদ আমির। আর ফিরে এসেই বোঝালেন, তাঁকে দলে না নিলে বড় ভুল করত পাকিস্তান।
৩০ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে বাঁধতে পারল না পাকিস্তান। কিন্তু মহম্মদ আমির বল হাতে আগুন ঝরালেন। পাকিস্তান করল ৩০৭।
অজিদের বিরুদ্ধে কেরিয়ারের সেরা বোলিং করে গেলেন আমির। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেটে পেয়েছিলেন। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেট পান। কিন্তু ফর্মে ছিলেন না। এদিন জ্বলে উঠলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে দুটি মেডেন ও পাঁচটি উইকেট পেয়েছেন আমির।
অ্যারন ফিঞ্চ, শন মার্শ, উসমান খাজা, অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্কের উইকেট নেন আমির।