খিদে, তৃষ্ণায় জ্ঞান হারাল পরিযায়ী শ্রমিক! মাসিহা হয়ে এলেন মহম্মদ শামি
করোনার প্রকোপ কমাতে আচমকা লকডাউন ঘোষণা করেছে সরকার। যার জেরে সব থেকে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। লডাউনের এই সময় বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়েছেন। সরকার তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করেনি। ফলে পায়ে হেঁটেই নিজদের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছেন বহু শ্রমিক। মাইলের পর মাইল রাস্তা তাঁরা পায়ে হাঁটছে্ন। পথে খাবার নেই, জল নেই। কবে বাড়ি পৌঁঁছবেন তাও জানেন না।
উত্তরপ্রদেশের আমরোহায় ভারতীয় দলের পেসার মহম্মদ শামির বাড়ি। তাঁর বাড়ি হাইওয়ের কাছাকাছি। শামি তাই বলছিলেন, রোজই তিনি দেখেন হাজার হাজার শ্রমিক হাইওয়ে ধরে হেঁটে যাচ্ছেন। এরই মধ্যে একদিন শামির বাড়ির সামনে একজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শামি সিসিটিভিতে দেখে ছুটে এসে সেই শ্রমিককে খাবার, জল দিলেন। আর্থিক সাহায্যও করলেন।
ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালকে ওই ঘটনার কথা বলছিলেন শামি। তিনি জানিয়েছেন, ওই শ্রমিক রাজস্থান থেকে হাঁটতে শুরু করেছিলেন। তাঁর বাড়ি বিহারে। লখনৌ হয়ে বিহারে ফেরার জন্য হাঁটছিলেন তিনি। পথে হয়তে সেভাবে খাবার ও জল পাননি। তাই মাথা ঘুরিয়ে পড়ে যান শামির বাড়ির সামনে। শামি ছুটে আসেন তাঁকে সাহায্য করতে।
শামি বলছিলেন, আমাদের রাজ্যেও অনেক ভিন রাজ্যের শ্রমিক আটকে পড়েছেন। তাঁরাও খুব সমস্যায় রয়েছেন। আমার বাড়ি থেকে হাইওয়ে দেখা যায়। তাই রোজই শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখি। সাধ্যের মধ্যে যতটা সম্ভব ওদের সাহায্য করি।
দিল্লি, মুম্বইসহ দেশের একাধিক শহরে উত্তরপ্রদেশ, বিহার, বাংলার বহু শ্রমিক আটকে রয়েছেন। লকডাউন ওঠার আগে তাঁদের বাড়ি ফেরা অসম্ভব। তবে এর মধ্যে অনেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বহু শ্রমিক রাস্তায় অসুস্থ হয়ে পড়ছেন। প্রাণহানির ঘটনাও ঘটেছে।