দ্বিতীয় ইংনিসে ভয়ঙ্কর হয়ে ওঠেন মহম্মদ শামি, বলছে রেকর্ড
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মহম্মদ শামি যেন ত্রাস হয়ে উঠেছিলেন মোমিনুল হক, মুশফিকুর রহিমদের কাছে। দুই ইনিংস মিলিয়ে মোট সাতটি উইকেট তুলে নিয়েছেন বাংলার পেসার। টেস্টে শামির রেকর্ড কিন্তু সত্যি ঈর্ষনীয়।
গত দুবছর ধরে টেস্টের দ্বিতীয় ইনিংসেই শামি সব থেকে বেশি ভয়ানক হয়ে উঠেছেন। এটা আমরা বলছি না। বলছে রেকর্ড বই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শামি প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে শামির শিকার চার।
ইন্দৌরে প্রথম ইনিংসে শামির ইকোনমি রেট ২.০৭। দ্বিতীয় ইনিংসে শামির ইকোনমি ১.৯৩। গত দুবছরে শামি ২০ ইনিংসে পেয়েছেন ৫১টি উইকেট। দ্বিতীয় ইনিংসে উইকেট শিকারের ক্ষেত্রে শামির রেকর্ড দারুন।
২২-২৬ নভেম্বর ইডেনে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। গোলাপি বলে হবে সেই টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি শামি। তিনি সেই সময় এনসিএ-তে গোলাপি বলে ট্রেনিং করেছেন।
ইন্দৌরে প্রথম ইনিংসে মহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে আউট করেছিলেন শামি। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার মোমিনুল হক, মহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম।