Mohana Singh | First Female Tejas Pilot: ইতিহাসে মোহনা! `শক্তি` প্রদর্শন করেই ভারতের প্রথম মহিলা হিসাবে ওড়াবেন তেজস...

Wed, 18 Sep 2024-2:24 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস তৈরির পথে মোহনা। স্কোয়াড্রন লিডার মোহনা ওড়াবেন লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (LCA) তেজস।

৮ বছর আগে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন মোহনা। প্রথম মহিলা ফাইটার জেট পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বিভাগে আগেই অন্তর্ভুক্তি হয় অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিংয়ের। 

এবার ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হচ্ছেন মোহনা। বর্তমানে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০MKi ওড়ান মোহনা।

ইতিমধ্যে ৩ সশস্ত্র বাহিনীর ৩ উপপ্রধানদের সঙ্গে যোধপুরে 'তরঙ্গ শক্তি' প্রদর্শনেও যোগ দিয়েছেন তিনি। সেটাও একটা ঐতিহাসিক উড়ান ছিল। 

৩০ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যোধপুরে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে এই 'তরঙ্গ শক্তি' প্রদর্শনে যোগ দিয়েছিল অস্ট্রেলিয়া, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF)। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় আছেন ২০ জন মহিলা ফাইটার পাইলট।

আগে যুদ্ধবিমান চালানোর অনুমতি ছিল না মহিলাদের। ২০১৬ সালে মহিলাদের জন্য যুদ্ধবিমান চালানোর দরজা খুলে দেওয়ার পাশাপাশি সম্মুখ সমরে যাওয়ারও অনুমতি দেওয়া হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link