Mohit Raina: বছরের শুরুতেই সুখবর, বিয়ে করলেন মোহিত রায়না

Sat, 01 Jan 2022-11:23 pm,

নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই ফ্যানেদের চমকে দিলেন অভিনেতা মোহিত রায়না। শনিবার আচমকাই পোস্ট করলেন বিয়ের ছবি। 

 

কাশ্মীরি আচার রীতি মেনে বিয়ে করেন মোহিত রায়না ও অদিতি। 

 

বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,'ভালোবাসা কোন বাধা বোঝে না, সমস্ত বাধা টপকে এগিয়ে চলে। দেওয়াল ভেদ করে এগিয়ে চলে গন্তব্যের দিকে। '

 

মোহিত আরও লেখেন,'বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা দুই থেকে এক হয়েছি। আমাদের নতুন জার্নিতে তোমার ভালোবাসা ও আশীর্বাদ চাই। অদিতি ও মোহিত।'

 

বিয়ের জন্য সাদা শেরওয়ানি বেছে নিয়েছিলেন মোহিত আর অদিতি পরেছিলেন প্যাস্টেল পিঙ্ক রঙের লেহেঙ্গা। 

 

মোহিত ও অদিতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন ম্রুণাল ঠাকুর ও দিয়া মির্জা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link