লকডাউন ভেঙে মেয়েদের নিয়ে পার্টি! বিরাট অঙ্কের জরিমানা ফুটবলারের
বিশ্বজুড়ে গ্রাস করেছে করোনা আতঙ্ক। মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ইংল্যান্ডে সংখ্যাটা ২০ হাজারেরও বেশি। সেখানেই লকডাউন ভেঙে পার্টি!
এভারটনের ইতালিয় ফুটবলার মোজে কিন সরকারি লকডাউন না মেনে নিজের বাড়িতে মেয়েদের নিয়ে পার্টি করে বিতর্কে জড়ালেন।
মডেলদের নিয়ে পার্টি করে সেই ছবি আবার নিজেই স্ন্যাপচ্যাটে পোস্ট করেছেন কিন। আর তারপরেই শোরগোল পড়ে গিয়েছে।
এভারটন ক্লাব সূত্রে খবর এর জন্য দু সপ্তাহের বেতন অর্থাত্ ১ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে মোজে কিনকে।
এর আগেও শৃঙ্খলাভঙ্গের দায়ে দু বার শাস্তি হয়েছে এভারটনের মোজে কিনের।