Monsoon in Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসছে? দিনক্ষণ জানিয়ে বড় আপডেট হাওয়া অফিসের...
অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে।
এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে।
১৮ বা ১৯ জুনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্বল সম্ভাবনা।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু মাঝপথে আটকে যায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা আসার বদলে ফের তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু হয়।