Howrah Station: মাদক নয়, হাওড়া স্টেশনে তল্লাশি চালাতেই মিলল কোটি টাকারও বেশি মূল্যের...
দেবব্রত ঘোষ: হাওড়া স্টেশনে কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় আরপিএফ-এর। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই ব্যাগ থেকে মিলল কোটি টাকারও বেশি মূল্যের সোনা।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল ২ কেজি ৬৮০ গ্রাম সোনা। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
হাওড়া স্টেশনে যৌথ অভিযান চালায় আরপিএফ হাওড়া ও জিআরপি। তাতেই উদ্ধার হয় সোনা। এক সন্দেহভাজন ব্যক্তিকে ৯ নম্বর প্লাটফর্মের কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ।
তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারপর ব্যাগে তল্লাশি করতেই দেখা যায় বিপুল পরিমাণে সোনার গয়না রয়েছে।
কিন্তু গয়নার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এরপরই আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। জয়পুর হাওড়ার বাসিন্দা ধৃত।