খরায় সঙ্কটে জিম্বাবোয়ের বণ্যপ্রাণ, মরছে শয়ে শয়ে হাতি

Thu, 14 Nov 2019-7:42 pm,

খরার কবলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২০০ বেশি হাতি। বাদ যায়নি সিংহ, মোষ, জিরাফ, বন্য কুকুরও। ছবি- টুইটার

জিম্বাবোয়ের অন্যতম জাতীয় উদ্যান মানা পুল এবং হোয়াংগে ন্যাশনাল পার্ক কার্যত শ্মশানে পরিণত হয়েছে।  ছবি- টুইটার

জল খুঁজতে গিয়ে হাতির শাবক কুয়ো পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা যেনতেন প্রকারে প্রাণ বাঁচায় শাবকটির। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবি- টুইটার

এখনও পর্যন্ত একশোর বেশি হাতি এবং ১০টি সিংহকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ছবি- টুইটার

সরকারের তরফে জানানো হয়েছে, ৬০০ হাতি,৫০ মোষ, ৪০ জিরাফ, ২ হাজার ইম্পালা-সহ আরও সিংহ ও বন্য কুকুর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে। ছবি- টুইটার

৮৫ হাজার হাতি রয়েছে গোটা জিম্বাবোয়ে জুড়ে। ছবি- টুইটার

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link